Dooars Tour Package

 

জয়ন্তী, বক্সা টাইগার রিজার্ভ

 

 

জয়ন্তী, বক্সা টাইগার রিজার্ভ নদী ও অরণ্য সাজানো অভয় অরণ্য ! নাম শুনলেই আমাদের মনে পড়ে যায়  জংগলের গহীনে এক গ্রাম যার চারিদিকে শুধু সবুজ আর সবুজ।পাশে জয়ন্তী পাহাড়ের দিয়ে ঘেরা এবং পাশ দিয়ে বয়ে যাওরা জয়ন্তী নদী সেই কলকল শব্দ,নানান পাখির কিচিমিচির, যেখানে লেপার্ড,হাতি, বাইসন, হরিণ, ময়ূর,প্রজাপতি সব কিছু দেখা পাওয়ার জায়গা।প্রকৃতি নিজে রুপে নিজেকে সুসজ্জিত করেছে।যেখানে গেলেই বিশুদ্ধ অক্সিজেনে মন প্রাণ আবার তাজা হয়ে ওঠে।

 

DOOARS PACKAGE COST

বক্সা জায়ন্তী কি   ৪ রাত ৫ দিনের সমগ্র ডুয়ার্স ঘুরতে পারার যায়? একেবারে না ।আমি ডুয়ার্সের ভ্রমণের ব্যাপারে  এতোটুকু 

 

5 Night Dooars Package

 

দাবি করে বলতে পারি কেউ যদি শুধুমাত্র ডুয়ার্সের সকল এলাকাটা ভালোভাবে  ঘুরতে চায় তাহলে মিনিমাম ২০ রাতের প্রয়োজন। ডুয়ার্স এলাকার টাকে আমরা তিন ভাগে বিভক্ত করে থাকি:

1 – ওয়েস্টার্ন ডুয়ার্স,

2- সেন্ট্রাল ডুয়ার্স

3 – ইস্টার্ন ডুয়ার্স।

ওয়েস্টার্ন হিমালয় এলাকাগুলি বাদ দিয়ে। যদি আমি ওয়েস্টার্ন ডুয়ার্স মহানন্দা ন্যাশনাল পার্ক থেকে ইস্টার্ন ডুয়ার্সের বক্সা 

 

gobhraman holidays

 

টাইগার রিজার্ভ পর্যন্ত এলাকা রাস্তা  মিনিমাম২০০ কিলোমিটারের  বেশি। ওয়েস্টার্ন ডুয়ার্স ২রাতে সেন্ট্রাল ডুয়ার্স ১রাতে এবং ইস্টান ১ রাতেই শেষ করে দেওয়া যায় না। ডুয়ার্সের সব এলাকার গুরুত্ব আলাদা আলাদা করে।

যেমন দারুন

ওয়েস্টার্ন ডুয়ার্স এ গরুমারা জঙ্গল সাফারি কিছু ওয়াচ টাওয়ার এবং ঝালং- বিন্ধু-মূর্তি সামসিং চা বাগান

সেন্ট্রাল ডুয়ার্স

জলদাপাড়ার   চিলাপাতা, টোটোপাড়া, কুঞ্জ নগর ইস্টার্ন ডুয়ার্স

 

 

জয়ন্তী  বক্সা টাইগার রিজার্ভ এর মধ্যে থাকা একটি ছোট্ট গ্রাম, যেগ্রামে নানা ভাষা, নানা জাতি, নানা ধর্মের লোক মিলেমিশে যুগ ধরে বসবাস করছে।আজ জয়ন্তী পুরোপুরি ভাবে পর্যটনের উপর আত্মনির্ভরশীল একটি জায়গা, যেখানে পর্যটকদের রাত্রি বাসের জন্য ৩৬ টি ইকো টুরিজম  ফেমেলি হোমস্টে, পি. ডব্লু. ডি র একটি ইনস্পেকশান  বাংলো,পি. এইচ. ই র ইন্সপেকশন বাংলো,বনবিভাগের বন বাংলো, সি. ঈ. এস.  সি.  অবকাশ বাংলো, পশ্চিম বংগ টুরিজমের কটেজ সহ একটি ধর্মশালা রয়েছে  এবং জয়ন্তীর নিজস্ব ঘোরবার চারটি স্পট আছে।

১. জয়ন্তী ২৬ মাইল কোর জংগল জিপ্সি সাফারি।

২. জয়ন্তী পুকুরি পাহাড় এবং তাঁসিগাও নজর মিনার।

৩. জয়ন্তী ভুটিয়াবস্তি ও চুনিয়া জংগল সাফারি। 

৪. জয়ন্তী  ছোট এবং বড় মহাকাল গুহা। 

 

 

3 Nights Dooars Package

 

* তাছাড়াও জয়ন্তী থেকে  ১০  কিমি দুরত্বে ঐতিহাসিক বক্সা দূর্গ,লেপচাখা গ্রাম রয়েছে যাকে ডুর্য়াসের ভূ- স্বর্গ বলা হয়।

* জয়ন্তী থেকে মাত্র ১৪ কিমি তে রাজা ভাত খাওয়া জংগল সাফারি  করানো হয় এবং পাশেই মিঊজিয়াম।

* জয়ন্তী থেকেই মাত্র ২৮ কিমি দুরত্বে সিকিয়াঝোরা বোটিং করে জংগল সাফারি করা হয় এবং এটা ডুর্য়াসের আমাজন নামেই পরিচিত। 

 

**এই সমস্ত জায়গা আপনি শুধু ৫রাত্রি ৬দিন স্টে করলেই খুব সুন্দর ভাবে প্রকৃতির সাথে মিশে গিয়ে অনুভব করতে পারবেন।

 

**তাছাড়া জয়ন্তী তে থেকে আপনি রায়মাটাং (হোমস্টে আছে),চিলাপাতা (হোমস্টে এবং জংগল সাফারি আছে),সেন্টাল ডুর্য়াস,রাঙামাটি,হাতিপোতা, নারাথলি,রায়ডাক,ভুটানের ফুন্ডশেলিং,কোচবিহারের রাজবাড়ী, এবং রসিকবিল খুব আরামদায়ক ভাবে ঘুরতে পারবেন একটি গাড়িতে করে।

 

 

 

 

**জয়ন্তী আসতে আপনি নিউ আলিপুর দুয়ার বা আলিপুর দুয়ার জংশন স্টেশনে নেমে একটা  প্রাইভেট গাড়ি করে আসতে পারবেন।

সরকারি বাসের পরিসেবা  নর্থ বেঙ্গল স্টেট  ট্রান্সপোর্ট আলিপুর দুয়ার ডিপো থেকে সকাল ৭টা এবং দুপুর ২টা সময় পেয়ে যাবেন।

 

জয়ন্তী থেকে আলিপুর দুয়ার চৌপথি ৩২ কিমি।

আরো বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 

 

 

 

Gobhraman Holidays

অনুপম  রায়,  

মোঃ- 9831993904 | 9477655443

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top